insta logo
Loading ...
×

স্ত্রীর চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু স্বামীর

স্ত্রীর চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু স্বামীর

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:

মঙ্গলবার সকালে নদীতে স্নান করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক বৃদ্ধ। স্ত্রীর চোখের সামনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মৃতের নাম লুধু গোপ ওরফে কালিপদ ( ৬০), বাড়ি বলরামপুর থানার কুড়নি মাড়াইডি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১১টা নাগাদ স্বামী-স্ত্রী একসঙ্গে যান পগড়দহ নদীতে স্নান করতে। সেই সময় আচমকাই নদীর স্রোতে ভেসে যেতে থাকেন লুধু গোপ। তাঁকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন স্ত্রী। তাঁর চিৎকারে আশেপাশে ধানের জমিতে চাষের কাজে ব্যস্ত কৃষকেরা ছুটে আসেন। নদী থেকে বৃদ্ধকে উদ্ধার করা হলেও তখন অনেক দেরি হয়ে গেছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি।

দুপুর প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।

চোখের সামনে স্বামীর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর স্ত্রী। শোকস্তব্ধ এলাকাবাসীর মধ্যে এই দুর্ঘটনা ঘিরে শোকের ছায়া এলাকায়।

Post Comment