insta logo
Loading ...
×

স্ত্রীকে মেরে ফেলার চেষ্টায় ধৃত

স্ত্রীকে মেরে ফেলার চেষ্টায় ধৃত

নিজস্ব প্রতিনিধি, আদ্রা:

স্ত্রীকে মারধর করে গলা টিপে খুনের চেষ্টার অভিযোগ। অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী আদ্রা থানার পুলিশের হাতে ধৃত। তার নাম মোহাম্মদ সাজিদ আলি। বিহারের খাগারিয়া জেলার জলকৌরা গ্রামে তার আদি বাড়ি হলেও তার বাবার কর্মসূত্রে রেল শহর আদ্রায় রেল আবাসনে থাকত।
অভিযুক্তর স্ত্রী মঙ্গলবার আদ্রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানিয়েছেন ২০২১ সালে সামাজিক ভাবে তাদের বিয়ে হয়। একটি সন্তান জন্ম নেয়। তবে তার পায়ে সমস্যা থাকায় বারে বারে খোঁটা দিত স্বামী। মঙ্গলবার সকালে তার বাড়িতে আচমকা ঢুকে গালাগালি শুরু করে তার স্বামী। বাড়ি থেকে বেরিয়ে আসতেই তার উপর হামলা চালানো হয়। লাঠি নয়ে গলা টিপে শ্বাসরোধ করে খুনের চেষ্টা চালানো হয় বলে দাবি। নির্যাতিতার দাদা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার না করলে মরেই যেতেন তিনি বলে অভিযোগ। অভিযুক্ত ঘটনাস্থল থেকে প্রথমে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment