insta logo
Loading ...
×

স্ত্রীকে কু*পিয়ে খু.ন, আ*গুন, চরম উত্তে*জনা বলরামপুরে

স্ত্রীকে কু*পিয়ে খু.ন, আ*গুন, চরম উত্তে*জনা বলরামপুরে

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

বচসা থেকে দাম্পত্য কলহ চরমে। আর তারপরই স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। লাগিয়ে দিল আগুন। মহাষষ্ঠীর সকালে এই নারকীয় ঘটনায় স্তম্ভিত বলরামপুর থানা এলাকার করমা গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে স্বামী নবীন শংকর মোদকের হাতে প্রাণ হারালেন মাধুরী মোদক ( ৫০)।

অভিযোগ, গভীর রাতে বচসার জেরে নবীন ধারালো কুড়োল দিয়ে স্ত্রীকে উপর্যুপরি কোপাতে থাকেন। তারপর বাইকের ট্যাঙ্ক থেকে পেট্রোল বার করে আগুন ধরিয়ে দেন মাধুরীর দেহ ও ঘরের আসবাবপত্রে। ঘনঘন ধোঁয়ায় ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, আগুন নেভানোর চেষ্টা করলে নবীন নিজেই বাধা দেন।

বুধবার ভোর সাড়ে চারটের সময় গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশী শক্তিপদ তন্তুবায় জানান, ‘‘সকালে গিয়ে দেখি, ঘরের ভিতরে আগুন জ্বলছে। নবীন হাতে কুড়োল নিয়ে দাঁড়িয়ে। বিছানা, স্কুটি—সব আগুনে পুড়ছিল। ঘটনাটা দেখে আমাদের মনে হয়েছে খুবই সন্দেহজনক।’’

মৃতার মেয়ে অনিতা মোদক ও জামাই বিকাশ মোদক জানান, ‘‘আমরা ঝাড়খণ্ডের বড়াম এলাকায় থাকি। ভোর পাঁচটা নাগাদ গ্রাম থেকে ফোনে খবর পাই। সঙ্গে সঙ্গে রওনা দিই বলরামপুরের উদ্দেশে।’’

খবর যায় থানায়। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার করা হয় মাধুরীর দেহ। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ অভিযুক্ত নবীন মোদককে আটক করেছে।

Post Comment