নিজস্ব প্রতিনিধি, বোরো:
বাড়ি থেকে এক স্কুল পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বোরোয়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বোরো থানার জোরগোড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অজয় মাহাত (২০)। বাড়ি বাঁকুড়ার কমলপুর থানার কাঁকু গ্রামে।
জানা গিয়েছে, অজয় ছোট বেলা থেকেই তার মামাবাড়ি জোরগোড়িয়া গ্রামে থাকতো । মামাবাড়ি থেকেই পড়াশোনা করত। বর্তমানে সে স্থানীয় একটি স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করত। এদিন সকালে বাড়ির মধ্যেই তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। খবর দেওয়া হয় বোরো থানায়। পুলিশ এসে ,ওই পড়ুয়াকে বারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বোরো থানার পুলিশ।
Post Comment