নিজস্ব প্রতিনিধি , বান্দোয়ান:
স্কুলে তালা ঝোলালো পড়ুয়ারা। শিক্ষক নিয়োগের দাবিতে অগ্নিগর্ভ জঙ্গলমহলের বিদ্যালয়। ঘটনা বৃহস্পতিবার বান্দোয়ানের ধাদকা আঞ্চলিক হাইস্কুলে।
সকাল হতেই স্কুলের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা। অভিযোগ, স্কুলে হাতেগোনা কয়েকজন শিক্ষক রয়েছেন। ফলে পঞ্চম থেকে দশম শ্রেণির বেশিরভাগ বিষয়ের ক্লাস নিয়মিত হয় না। গণিত, ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান সহ অন্তত দশজন শিক্ষকের পদ ফাঁকা রয়েছে।

শুধু বিষয়ভিত্তিক শিক্ষক নয়, পড়ুয়াদের দাবি—পুনরায় চালু করতে হবে বন্ধ হয়ে যাওয়া একাদশ ও দ্বাদশ শ্রেণি। উল্লেখ্য, প্রায় এক দশক আগে ধাদকা হাইস্কুলে উচ্চমাধ্যমিক স্তরের ক্লাস চালু হলেও শিক্ষকের অভাবের কারণে তা বন্ধ হয়ে যায় কয়েক বছরের মধ্যেই। স্কুলে ফ্যান, লাইট সহ পরিকাঠামোগত উন্নয়নের দাবিও তোলে পড়ুয়ারা।
প্রায় তিন ঘণ্টা ধরে চলে তালাবন্ধ অবস্থায় বিক্ষোভ। বহু বোঝানোর পরেও শিক্ষকেরা তালা খোলাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে স্কুলে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ। আসেন বান্দোয়ান ২ নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আনন্দমোহন পাত্র। তাঁদের আশ্বাসেই শেষ পর্যন্ত তালা খোলে পড়ুয়ারা।

পরিদর্শকের হাতে নিজেদের দাবিদাওয়ার তালিকা লিখিতভাবে তুলে দেয় পড়ুয়ারা। অবর বিদ্যালয় পরিদর্শক জানান, ছাত্রছাত্রীদের দাবিদাওয়া উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।











Post Comment