insta logo
Loading ...
×

স্কুটি মারল গাছকে, মৃত ২

স্কুটি মারল গাছকে, মৃত ২

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল স্কুটি। দুর্ঘটনার জেরে মৃত্যু হলো দুই যুবকের। বুধবার রাত ১১টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আদ্রা কাশিপুর রাস্তায় গোস্বামী ওয়াইন শপের কাছে। মৃতদের নাম পীযূষ বাউরি ও সন্দীপ বাউরি। তাদের বাড়ি যথাক্রমে নিতুড়িয়া থানার বড়তোড়িয়া ও কাশিপুর থানার রঙিলাডি। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে স্কুটিতে থাকা ওই দুই যুবক মারাত্মক আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে কল্লোলি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলেও আর কিছুই করার ছিল না ডাক্তারদের।

Post Comment