নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আগামী সোমবার পর্যন্ত হালকা-মাঝারি বৃষ্টিপাত চলবেই পুরুলিয়ায়। আবহাওয়া দপ্তর সূত্রে
এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার
সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত জেলার মোট ১৩টি ব্লকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরাবাজারে।
ওই ব্লকে বৃষ্টিপাতের পরিমাণ ৪৬.০ মিমি। অন্যদিকে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে পাড়া ব্লকে। মাত্র ২.৬ মিমি।
জেলার বিভিন্ন ব্লকে বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ-
বরাবাজার: ৪৬.০ মিমি
ঝালদা: ৩০.৮ মিমি
নিতুড়িয়া: ২০.২ মিমি
পুঞ্চা: ১৯.৪ মিমি
জয়পুর: ১৮.৫ মিমি
বাঘমুন্ডি: ১৪.০ মিমি
সাঁতুড়ি: ১২.৮ মিমি
কাশীপুর: ১১.৪ মিমি
হাতওয়াড়া: ৮.৬ মিমি
বলরামপুর: ৭.১ মিমি
হুড়া: ৪.৬ মিমি
মানবাজার: ৩.০মিমি
পাড়া: ২.৬ মিমি
গত ২৪ ঘন্টায় জেলার গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৫.৩১ মিমি। এছাড়া হাওয়া অফিস জানিয়েছে, এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দিনগুলিতেও জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়ার আশা করছেন জেলার কৃষকরা।
Post Comment