insta logo
Loading ...
×

সোনার অলংকারে প্রতারণা, নথি জালিয়াতির অভিযোগ পুরুলিয়ায়

সোনার অলংকারে প্রতারণা, নথি জালিয়াতির অভিযোগ পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

সোনার অলংকারের গুণগত মান ও নথি জালিয়াতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া শহরে। অভিযোগের তীর শহরের জি.এন. ঘোষ স্ট্রিটের এক স্বর্ণ বিপণীর মালিকের দিকে। ঘটনায় এক তরুণী ক্রেতা পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

অভিযোগকারিণী, নামোপাড়া এলাকার বাসিন্দা এক তরুণী। তিনি জানান— গত জুন মাসে তিনি উক্ত বিপণীতে ২ লাখ ৭৬ হাজার টাকার একটি সোনার হার তৈরির বরাত দেন। কয়েক দফায় অগ্রিম অর্থও প্রদান করেন। গত ৩১ জুলাই হারটি সংগ্রহের সময় তিনি দোকানদারের কাছে পাকা বিল এবং সোনার গুণগত মান যাচাইয়ের জন্য বিআইএস হলমার্ক কার্ড চান। কিন্তু দোকান মালিক নানা অজুহাতে নথি দিতে গড়িমসি করতে থাকেন।

পরে সন্দেহ হলে ওই তরুণী শহরের একটি স্বনামধন্য হলমার্ক সেন্টারে হারটি পরীক্ষা করান। সেখান থেকে জানা যায়— যেখানে দোকান কর্তৃপক্ষ হারটিকে ২২ ক্যারেট বলে দাবি করেছিল, বাস্তবে সেটি মাত্র ১৭ ক্যারেট সোনা। উপরন্তু প্রদত্ত হলমার্ক কার্ডটিও নকল বলে প্রমাণিত হয়।

অভিযোগকারিণীর দাবি, এই প্রতারণার শিকার শুধু তিনি নন, আরও বহু ক্রেতা প্রতারিত হয়েছেন। পাশাপাশি এই চক্রে কয়েকজন সরকারি আধিকারিক, এজেন্ট এবং ব্যবসায়ী জড়িত থাকার অভিযোগও তুলেছেন তিনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Post Comment