নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
সেপ্টেম্বরেই উচ্চমাধ্যমিক। প্রথমবার পরীক্ষার্থীদের হাতে ও.এম.আর শিট। বহুদিন ধরে প্রচলিত বার্ষিক পরীক্ষার কাঠামো ভেঙে নতুন সেমিস্টার ভিত্তিক মূল্যায়ন শুরু করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই সোমবার পুরুলিয়ায় আয়োজিত হলো বিশেষ শিবির।
এবার থেকে বছরের শেষে একবার পরীক্ষার নিয়ম শেষ। বদলে বছরে দু’বার সেমিস্টার ভিত্তিক পরীক্ষা। প্রথম সেমিস্টারে সবক’টি প্রশ্ন হবে এমসিকিউ বা বহুনির্বাচনী। উত্তর দিতে হবে ও.এম.আর শিটে। অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার মতোই নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।
শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-সচিব সঞ্জয় কার্ফা, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মহুয়া বসাক, উচ্চমাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় এবং উপদেষ্টা কমিটির সদস্য সত্যকিঙ্কর মাহাতো, বিকাশ মাহাতো ও সোমনাথ কুইরি প্রমুখ। জেলার সব উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ইন্সপেক্টররাও আলোচনায় যোগ দেন।
জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা। প্রতিটি প্রশ্নপত্র হবে এমসিকিউ ধরনের, পরীক্ষার সময় নির্ধারিত ১ ঘণ্টা ১৫ মিনিট। সুরক্ষা নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা, মেটাল ডিটেক্টর। কেন্দ্রের ভিতরে মোবাইল বা যে কোনও ইলেকট্রনিক যন্ত্র বাজেয়াপ্ত হলে পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা বাতিল হবে—এমন কড়া নির্দেশ আগেভাগেই জানিয়ে দিয়েছে সংসদ।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির ক্ষেত্রে ও.এম.আর আগে থেকেই চালু। কিন্তু স্কুল স্তরের বোর্ড পরীক্ষায় দেশের মধ্যে এই প্রথমবার ও.এম.আর ব্যবহার হতে চলেছে।” পরীক্ষা পরিচালনার যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় ও বিকাশ মাহাতো বলেন, “ছাত্রছাত্রীরা যাতে প্রথমবারেই সমস্যায় না পড়ে, সেই কারণে বিদ্যালয়ের প্রধানদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।”
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রুটিন
সকাল ১০টা – ১১টা ১৫ (১ ঘণ্টা ১৫ মিনিট)
০৮.০৯.২০২৫ (সোমবার)
বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, পাঞ্জাবি
০৯.০৯.২০২৫ (মঙ্গলবার)
স্বাস্থ্য পরিচর্যা, অটোমোবাইল, সংগঠিত খুচরো ব্যবসা, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, পর্যটন ও হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, পোশাক, সৌন্দর্য ও ওয়েলনেস, কৃষি (AGLV), ক্ষমতা, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, খাদ্য প্রক্রিয়াকরণ, টেলিকম — সমস্ত ভোকেশনাল বিষয়
১০.০৯.২০২৫ (বুধবার)
দৃশ্যকলা, সঙ্গীত এবং ভোকেশনাল বিষয় (যাদের জন্য আলাদা সময় ঘোষণা হবে)
ইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), বিকল্প ইংরেজি
১১.০৯.২০২৫ (বৃহস্পতিবার)
অর্থনীতি, নৃবিজ্ঞান, সুস্থতার বিজ্ঞান, প্রয়োগকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা
১২.০৯.২০২৫ (শুক্রবার)
সকাল ১০টা – ১০টা ৪৫ (৪৫ মিনিট)
পদার্থবিদ্যা, পুষ্টি, শিক্ষা, হিসাববিজ্ঞান
১৩.০৯.২০২৫ (শনিবার)
কম্পিউটার সায়েন্স, আধুনিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, সঙ্গীত, দৃশ্যকলা
১৫.০৯.২০২৫ (সোমবার)
পরিসংখ্যান, মনোবিজ্ঞান, বাণিজ্যিক আইন ও নিরীক্ষণের প্রাথমিক বিষয়, ইতিহাস
১৬.০৯.২০২৫ (মঙ্গলবার)
রসায়ন, ভূগোল, মানব উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায়বিজ্ঞান
১৮.০৯.২০২৫ (বৃহস্পতিবার)
দর্শন
১৯.০৯.২০২৫ (শুক্রবার)
গণিত, কৃষি (AGRI), সাংবাদিকতা ও গণযোগাযোগ, সংস্কৃত, ফারসি, আরবি
২০.০৯.২০২৫ (শনিবার)
সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান
২২.০৯.২০২৫ (সোমবার)
জীববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন
সংসদ প্রয়োজনে যথাযথ বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোক্ত সূচি পরিবর্তন করতে পারে।










Post Comment