নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
আর কদিন পরেই অযোধ্যা পাহাড়ে সেন্দ্রা উৎসব। তার আগে একাধিক দফতরের আধিকারিকদের নিয়ে মহকুমা স্তরে একটি বৈঠক হল ঝালদায়। ঝালদা মহকুমা কার্যালয়ে সোমবার দুপুরে এই বৈঠকে উপস্থিত ছিলেন ঝালদা মহকুমা শাসক রাখি বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ। ছিলেন বন দফতরের চারজন রেঞ্জ আধিকারিক, মহকুমার তিন ব্লকের বিডিও, থানায় পুলিশ, ব্লক স্বাস্থ্য দফতরের চিকিৎসক ও দমকল বাহিনীর আধিকারিক।
১২ মে বুদ্ধ পূর্ণিমার দিন অযোধ্যা পাহাড়ে সেন্দ্রা। বাংলা ছাড়াও ঝাড়খণ্ড,ওড়িশা সহ আরো বেশ কয়েকটি রাজ্যের আদিবাসী মানুষজন সেদিন অযোধ্যা সমবেত হন। নিয়ম ছিল সেদিন শিকার করতেন আদিবাসী মানুষজন। কয়েক বছর ধরে বন দফতর সহ প্রশাসনের লাগাতার প্রচারে বন্য প্রাণ রক্ষায় বন্ধ করা গেছে শিকার। উৎসব আয়োজিত হয়। এবারও সেই লক্ষ্যেই এই প্রস্তুতি বৈঠক বলে জানা যায়।
Post Comment