নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
ফের প্রি সুব্রত কাপ আন্ডার ১৭ মহিলা ফুটবল টুর্নামেন্টের রাজ্য স্তরে খেলার ছাড়পত্র পেল পুরুলিয়া জেলার জয়পুর থানার বড়গ্রাম বিবিপিআর হাই স্কুল। এই টুর্নামেন্টের ঝালদা সাব ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়ার পর জেলা চ্যাম্পিয়ন ও হয় এই বিদ্যালয়। তারপর প্লাস্টার এইচ বিভাগের নক আউট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় জেলার গর্ব এই হাই স্কুল। আজ রবিবার সকাল আটটায় শুরু হয় ফাইনাল। বিবিপিআর হাইস্কুলের প্রধান শিক্ষক হীরক মুখোপাধ্যায় বলেন, “গোপীবল্লভপুর ১ নং ব্লকের ছাতিনাশোলে ফাইনাল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নদের কয়েকটি ক্লাস্টারে ভাগ করে খেলানো হয়। এই টুর্নামেন্ট নক আউট অর্থাৎ হারলেই বিদায়।

প্রি সুব্রত কাপ আন্ডার সেভেন্টিন মহিলা বিভাগে পুরুলিয়ার বড়গ্রাম বি বি পি আর হাইস্কুল প্রথমে মুর্শিদাবাদ জেলাকে ৭-০ তারপর বীরভূম জেলাকে ৩-০ গোলে পরাজিত করার পর ফাইনালে পূর্ব মেদিনীপুর জেলাকেও ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আগামী পরশু থেকে রাজ্যস্তরের খেলা শুরু৷ এটিও নক আউট টুর্নামেন্ট। গতবারও আমাদের দল রাজ্যস্তরের ফাইনালে উঠেছিল। তবে সেবার আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। আশা করি এবার মেয়েরা আমাদের সেই আক্ষেপ ঘুচিয়ে দেবে।”
Post Comment