insta logo
Loading ...
×

সুবর্ণরেখা প্রকল্পে গতি,পানীয় জলের সমাধানের পথে ঝালদা

সুবর্ণরেখা প্রকল্পে গতি,পানীয় জলের সমাধানের পথে ঝালদা

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

দীর্ঘদিনের জলসঙ্কট কাটিয়ে ঝালদা শহরের প্রতিটি পরিবারে পানীয় জল পৌঁছে দিতে অবশেষে গতি পাচ্ছে সুবর্ণরেখা জল প্রকল্প। ইতিমধ্যেই ঝালদা শহরে এসে পৌঁছেছে রঙিন পাইপ ও অন্যান্য সরঞ্জাম। টানা বর্ষার কারণে কিছুদিন প্রকল্পের কাজ থমকে থাকলেও, আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতেই ফের কাজ শুরু হওয়ার প্রস্তুতি নিচ্ছে ঝালদা পুরসভা। ঝালদার উপ- পুরপ্রধান সুদীপ কর্মকার জানান, “শীঘ্রই খোঁড়াখুঁড়ির কাজ শুরু হবে। ইতিমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ এসে পৌঁছেছে। আশা করছি এবার প্রকল্প বাস্তবায়নে আর বিলম্ব হবে না।”

পুরসভা সূত্রে জানা গেছে, গত মে মাসের শেষ সপ্তাহে রাজ্যের এমইডি ( মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট )-র
ইঞ্জিনিয়াররা তুলিন এলাকায় সুবর্ণরেখা নদীর তীরে প্রকল্পস্থল পরিদর্শন করে মাপজোকের কাজ সম্পন্ন করেন। প্রায় ১৯ কোটি ৯ লক্ষ ৭০ হাজার টাকার টেন্ডারে একটি সংস্থা কাজের দায়িত্ব পেয়েছে।

শহরবাসীর দীর্ঘদিনের জলকষ্ট নিয়ে ক্ষোভ রয়েছে বহু নাগরিকের মধ্যেই। হাটতলার বাসিন্দা পরেশ চন্দ্র দাস বলেন, “বছরের পর বছর জল কিনে খেতে হচ্ছে। এখন সুবর্ণরেখা প্রকল্পই একমাত্র ভরসা।” একই সুর ১২ নম্বর ওয়ার্ডের দীপালি পরামানিকের গলাতেও। তাঁর কথায়, “প্রতিটি বাড়িতে নিয়মিত জলের সরবরাহ নিশ্চিত করতে হলে এই প্রকল্প দ্রুত শেষ হওয়া জরুরি।”সাধারণ মানুষের প্রত্যাশা, সুবর্ণরেখা জল প্রকল্প বাস্তবায়িত হলে বহু বছরের ভোগান্তির অবসান ঘটবে। এখন অপেক্ষা কেবল দ্রুত এবং সুচারু কাজের।

Post Comment