insta logo
Loading ...
×

সুবর্ণরেখা নদীতে যুবক নিখোঁজ, তল্লাশি শুরু

সুবর্ণরেখা নদীতে যুবক নিখোঁজ, তল্লাশি শুরু

নিজস্ব প্রতিনিধি, ঝালদা

পুস্তি অঞ্চলের ঝাড়খণ্ড সীমান্তবর্তী ভুশুড়ি গ্রামে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার ভোরবেলায় সুবর্ণরেখা নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হলেন দেবীলাল লোহার নামে এক যুবক। বয়স ২৪। তিনি ভুশুড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন ভোর ছ’টা নাগাদ নদীর ওপার থেকে মাছ ধরে ফিরছিলেন দেবেন। সেই সময় আচমকা নদীর প্রবল স্রোতে ভারসাম্য হারিয়ে জলে ডুবে যান তিনি।

ঘটনার খবর ছড়াতেই তৎপর হয় প্রশাসন। ঝালদা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। নদীর জলে নেমে নিখোঁজ যুবকের খোঁজে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

দুশ্চিন্তায় কাতর নিখোঁজ যুবকের পরিবার। আপাতত তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post Comment