নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া ও পুরুলিয়া :
পুরুলিয়া জেলাকে অপরাধমুক্ত করতে আরও এক ধাপ এগোল জেলা পুলিশ। ঝাড়খণ্ড ও পশ্চিম বর্ধমানের সীমান্তবর্তী নিতুড়িয়া থানায় চালু হলো অত্যাধুনিক সিসিটিভি কন্ট্রোল রুম। গোটা এলাকায় বসানো হয়েছে প্রায় ৩৮টি ক্লোজড সার্কিট ক্যামেরা। বিভিন্ন সময় এই সিসিটিভির ফিড শুধু এই থানার কন্ট্রোলরুমে নয়, জেলা কন্ট্রোল রুমেও থাকবে। জেলা সদর এবং সীমান্তবর্তী থানাগুলি থেকে সব সময় নজরদারি চালানোর জন্য এই ব্যবস্থা করা হলো।শুক্রবার এই কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ছিলেন রঘুনাথপুরের এসডিপিও রোহেদ শেখ।

পুলিশ সুপারের কথায়, “সীমান্তবর্তী কিছু গুরুত্বপূর্ণ এলাকাকে চিহ্নিত করে ধাপে ধাপে সিসিটিভি নজরদারি চালু করা হচ্ছে। শুধু সংশ্লিষ্ট থানাতেই নয়, জেলা কন্ট্রোল রুম থেকেও এই ক্যামেরাগুলির ফুটেজ পর্যবেক্ষণ করা হবে। মূলত ক্যামেরাগুলি হচ্ছে বুলেট ক্যামেরা। নাইট ভিশনের সুবিধার পাশাপাশি অনেক দূর অবধি পরিস্কার দেখা যায়।” পুলিশ সুপার আরও বলেন, নিতুড়িয়া থানার যা ভৌগলিক অবস্থান তাতে একদিকে রয়েছে ঝাড়খন্ড অপরদিকে পশ্চিম বর্ধমান জেলা। ফলে এই গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে সিসিটিভি বসানো অপরাধের মাত্রাকে কমানোতে সাহায্য করবে। অন্যদিকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও এই সিসিটিভি কাজ করবে। নিতুড়িয়া থানার আইও রুম নতুন ভাবে তৈরি করা হয়েছে। এতে কাজের পরিবেশ আরো ভালোভাবে পাবেন তদন্তকারী অফিসার।”

পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভির মাধ্যমে রিয়েল-টাইম নজরদারির ফলে চোরাচালান, অবৈধ চলাচল ও আন্তঃরাজ্য অপরাধ দমন সহজ হবে। পুলিশ সুপার বলেন, “জেলার ৩৮২ কিমি এলাকা জুড়ে রয়েছে ঝাড়খণ্ড সীমানা। জেলার সেই সব সীমান্তবর্তী থানাগুলির গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার নজরদারি ব্যবস্থা চালু রেখেছে জেলা পুলিশ।”
Post Comment