insta logo
Loading ...
×

সিবিএসই দ্বাদশে রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় পুরুলিয়ার কন্যা

সিবিএসই দ্বাদশে রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় পুরুলিয়ার কন্যা

সুজয় দত্ত,পুরুলিয়া

উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় স্থান না হলেও পুরুলিয়া মেধা তালিকায় স্থান করে নিল সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায়। এই পরীক্ষায় পশ্চিমবঙ্গে ৪৯১ নম্বর পেয়ে সম্ভাব্য দ্বিতীয় পুরুলিয়ার কন্যা সৃজন মণ্ডল। বিজ্ঞান বিভাগে ৯৮.২ শতাংশ নম্বর পাওয়া সৃজন পুরুলিয়ার চাকদায় স্থিত এজিপিএন কনভেন্ট অ্যান্ড একলব্য রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রী। বাবা সুকুমার মণ্ডল, মা সঞ্চিতা পাত্র উভয়ে শিক্ষক হওয়ার পাশাপাশি একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করেন। ‘পাখিরা’। ওই নামে কবি দম্পতি প্রকাশনাও চালান। কবি জয় গোস্বামীর শেষতম কাব্যগ্রন্থ ওই প্রকাশনী থেকেই প্রকাশ পায়। সৃজনের ডাক নাম থৈ। ‘পাখিরা’ নামটি সৃজনেরই দেওয়া। ‘পাখিরা’র নামকরণে থৈ-এর নাম থাকে। লিটল ম্যাগাজিন মেলায় কবি দম্পতি বাবা-মা’র সঙ্গে সৃজনও স্টল সামলায়। সে জানিয়েছি সাহিত্যের সান্নিধ্যে স্বচ্ছন্দ বোধ করে সে।সারা রাজ্যর কাছে পুরুলিয়াকে গর্বিত হওয়ার সুযোগ করে দেওয়া সৃজন দু বছর আগে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছিল৷ সারা দেশে তার স্থান ছিল তৃতীয়। এবার রাজ্য থেকে ৪৯৩ নিম্বর পেয়ে সম্ভাব্য প্রথম উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর ভোলানন্দ ন্যাশনাল বিদ্যালয়ের পড়ুয়া ঋদ্ধি দেবনাথ। কলা বিভাগ থেকে ৯৮.৬ শতাংশ নম্বর পেয়েছে সে। সারা দেশের নিরিখে প্রথম হয়েছে উত্তর প্রদেশের শামলি স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী সাভী জৈন। ৫০০র মধ্যে ৪৯৯ পেয়েছে সে। সৃজন জানিয়েছে নিট দিয়েছে সে। আশা করছে ফল ভালো হবে। জেইই মেইন পরীক্ষাতেও ভালো ফল করেছে সৃজন। আর কদিন পরেই জেইই অ্যাডভান্স। চলছে তারই প্রস্তুতি।
এজিপিএন স্কুলের প্রিন্সিপাল কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, ” ক্লাস সিক্স থেকে আমাদের স্কুলে পড়ছে সৃজন। বরাবরই ও খুব ভালো ছাত্রী। দশম শ্রেণির পরীক্ষাতেই রাজ্যে সম্ভাব্য প্রথম হয়েছিল। আমাদের শুভকামনা রইল ওর জন্য। আশা করব মেডিকেল প্রবেশিকাতেও ভালো ফল করবে। “

Post Comment