নিজস্ব সংবাদদাতা, বলরামপুর:
অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হল বলরামপুরের এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম তারকেশ্বর মাহাতো (২৩)। বাড়ি বলরামপুর থানার বড়উরমা গ্রামে। সংসারের অভাব মেটাতে এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে দু’বছর আগে অন্ধ্রপ্রদেশে যান তারকেশ্বর। সেখানকার একটি গ্রানাইট কারখানায় শ্রমিকের কাজ করছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কাজের জায়গায় বিষাক্ত সাপে কামড়ায় তাকে। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে রবিবার হাসপাতালে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে বড়উরমা গ্রামে। শোকস্তব্ধ পরিবার-পরিজন, প্রতিবেশীরা ভিড় জমান তার বাড়িতে। পরিবারের একমাত্র উপার্জনশীল এই পরিযায়ী শ্রমিকের করুণ মৃত্যুর ঘটনায় গ্রামের মানুষ শোকাহত। এলাকাবাসীর দাবি, প্রশাসন অসহায় পরিবারটির পাশে দাঁড়াক।
Post Comment