নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
সাইকেল থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম হাবু কর্মকার (৭৫)। বলরামপুর থানার ডুমারি গ্রামে তার বাড়ি । মঙ্গলবার সকালে মাইতিডি গ্রামের অদূরে রাস্তার মধ্যে সাইকেল নিয়ে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। পরে বলরামপুর থানার পুলিশ এসে ওই বৃদ্ধকে উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠায় বলরামপুর থানার পুলিশ। মৃতের পরিবারের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে সাইকেল নিয়ে হাবু কর্মকার বলরামপুর হাটের উদ্দেশ্যে বেরিয়েছিলেন।







Post Comment