নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:
নাইলনের বেড়ার জালে আটকে পড়েছিল এক বিশালাকায় অজগর। মঙ্গলবার দুপুরে রঘুনাথপুর রেঞ্জের সাঁতুড়ি থানার সুশনিয়াডাঙ্গা গ্রামে ঘটেছে ঘটনাটি। বন দফতর সূত্রে জানা গেছে, প্রায় ৯ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের এই অজগরটিকে প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরকে।
খবর পেয়ে সাঁতুড়ি বিটের বন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা সাপটিকে জালের ফাঁদ থেকে মুক্ত করেন। পরে সেটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
Post Comment