নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক বৃদ্ধ। মৃত বৃদ্ধের নাম তালিম আনসারি( ৭৫)। তার বাড়ি সাঁওতালডি থানার কাঁকি বাজারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। বুধবার সকালে পরিবারের লোকজনের অজান্তে কীটনাশক খেয়ে ফেলেন। ঘটনাটি পরিবারের নজরে আসতেই তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
Post Comment