নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিধবা মহিলার সঙ্গে দিনের পর দিন সহবাসের অভিযোগে কোটশিলা থানার পুলিশ গ্রেফতার করেছে পরশুরাম গরাঁই (২২)- নামে এক যুবককে। তার বাড়ি কোটশিলার হেঁসেলবেড়া গ্রামে। বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠান।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২১ বছরের ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর তিনি বাপের বাড়িতে থাকছিলেন। সেই সুযোগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলে পরশুরাম। বর্তমানে ওই মহিলা আট মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু বহু টালবাহানার পর বিয়ে করতে অস্বীকার করতেই নির্যাতিতার বাবা গত ২৭শে আগস্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট মামলা রুজু করে বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার পাশাপাশি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে তার গোপন জবানবন্দীও রেকর্ড হয়েছে।
Post Comment