নিজস্ব প্রতিনিধি, বোরো:
পেশায় বেলের সরবত বিক্রেতা হলেও আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। মোটরবাইক নিয়ে গ্রামে গ্রামে বেল গাছের খোঁজে ঘুরে বেড়ানোর অছিলায় চুরির ফাঁদ পেতেছিল এক যুবক। বৃহস্পতিবার পুরুলিয়ার বোরো থানার কুটনী গ্রামে এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ওইদিন নিজেকে ফেরিওয়ালা পরিচয় দিয়ে জ্যোতিন্দ্র মাহাতোর বাড়িতে ঢোকে। দুপুর নাগাদ বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে সে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে চুরির চেষ্টা চালায়। ঠিক সেই সময় স্নান সেরে ঘরে ঢোকেন গৃহবধূ। অচেনা মানুষকে আলমারি হাতড়াতে দেখে তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে।
তবে শেষরক্ষা হয়নি। কিছুটা দূর যাওয়ার পরই গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। এরপর শুরু হয় গণপিটুনি। পরে খবর পেয়ে বোরো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
গৃহকর্তা জ্যোতিন্দ্র মাহাত অভিযোগ করেছেন, আলমারি থেকে এক জোড়া সোনার আংটি, রুপোর গয়না এবং প্রায় পাঁচ হাজার টাকা নগদ খোয়া গিয়েছে। তবে ধৃতের কাছ থেকে কোনও চুরি হওয়া সামগ্রী উদ্ধার হয়নি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম জিয়াবুল মণ্ডল। তার বাড়ি বাঁকুড়ার ওন্দা থানার পুনিশোল গ্রামের মণ্ডলপাড়ায়। শুক্রবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে আদালত ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে।
Post Comment