insta logo
Loading ...
×

সরকারি দফতরের ভুয়ো মেল আইডি দিয়ে ভুয়ো নিয়োগ, প্রতারণা চক্রের ফাঁদ!

সরকারি দফতরের ভুয়ো মেল আইডি দিয়ে ভুয়ো নিয়োগ, প্রতারণা চক্রের ফাঁদ!

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

জাল নিয়োগ পত্রের নাটক ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো পুরুলিয়ার শুশুনিয়া একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলে। অভিযোগ, সরকারি দফতরের ভুয়ো মেল আইডি ব্যবহার করে প্রতারক চক্র স্কুল কর্তৃপক্ষ ও এক মহিলাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। শেষ পর্যন্ত সন্দেহ হওয়ায় স্কুলের অধ্যক্ষ অজয় তিওয়ারি বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে পুলিশ প্রতারণার মামলা রুজু করে তদন্তে নেমেছে।

ঘটনাটি ঘটে গত ২৬ আগস্ট। ঐশ্বরিয়া চন্দ্র নামে এক মহিলা নিয়োগপত্র হাতে নিয়ে শুশুনিয়া একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলে হাজির হন। কিন্তু এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে পূর্বে কোনো নির্দেশ না থাকায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর ২৮ আগস্ট বিকেলে স্কুলের অফিসিয়াল মেলে ওই মহিলার নিয়োগ সংক্রান্ত একটি চিঠি আসে। এর কিছুক্ষণ পরই উপজাতি উন্নয়ন দফতরের নামে তৈরি আরেকটি ভুয়ো মেল আইডি থেকে রাজ্যের প্রধান সচিবের নাম ব্যবহার করে স্কুলে ঐশ্বরিয়া চন্দ্রকে নিয়োগ করার নির্দেশ পাঠানো হয়।

সন্দেহ হওয়ায় স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন দফতরের সঙ্গে যোগাযোগ করেন। তখনই স্পষ্ট হয় যে এটি সম্পূর্ণ ভুয়ো চিঠি। পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্তকারীদের অনুমান, গোটা ঘটনায় একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে, যারা নিয়োগ প্রক্রিয়ার সুযোগ নিয়ে প্রতারণার জাল বিস্তার করতে চাইছে।

যদিও এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ স্কুলের অধ্যক্ষ অজয় তিওয়ারি। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে বোরো থানার পুলিশ।

Post Comment