নিজস্ব সংবাদদাতা, ঝালদা:
ঝালদা ১ ব্লকে তৃণমূলের অভ্যন্তরীণ অশান্তি ফের প্রকাশ্যে। রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে এতদিন দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ শোনা গেলেও, এবার সরাসরি সরকারি আধিকারিককে কাঠগড়ায় তুলল তৃণমূল।
শাসকদলের অভিযোগ, ব্লকের বিডিও মদন মোহন মুর্মু উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সদস্যদের অন্ধকারে রেখে ঠিকাদারদের সঙ্গে রাতের অন্ধকারে টেন্ডার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। সভাপতি আপত্তি তুলতেই তাঁকে অপমান করা হয়েছে বলেও দাবি। শুধু তাই নয়, সরকারি ত্রিপল বিলির ক্ষেত্রেও দলীয় বৈষম্যের অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যরা। এই নিয়ে তাঁরা জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই অভিযোগের দ্রুত তদন্ত হওয়া দরকার। জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে।” তবে বিরোধীরা এই অভিযোগ গুরুত্ব দিতে নারাজ। কংগ্রেস নেতৃত্বের দাবি, “কিছু অসম্পূর্ণ কাজ নিয়ে মিটিংয়ে প্রশ্ন ওঠে। কিন্তু দুর্নীতির প্রমাণ নেই।” বিজেপির কটাক্ষ, “বিডিওরা যখন ভোটে তৃণমূলকে সাহায্য করতেন তখন ভালো ছিলেন । এখন চুরি করতে না পারলেই তাঁরা খারাপ।”
অভিযোগের প্রসঙ্গে বিডিও মদন মোহন মুর্মু বলেন, “এই বিষয়ে আমি কিছুই বলব না।” উল্লেখ্য, ঝালদা ১ পঞ্চায়েত সমিতির ২৮ আসনের মধ্যে বর্তমানে তৃণমূলের সংখ্যা ১৭।
Post Comment