insta logo
Loading ...
×

সবুজ সাথীতে আপ্লুত কচিকাঁচারা

সবুজ সাথীতে আপ্লুত কচিকাঁচারা

নিজস্ব প্রতিনিধি , আড়শা:

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “সবুজ সাথী”। স্কুলে যাতায়াতের সুবিধার্থে রাজ্যের নবম শ্রেণীর পড়ুয়াদের এই প্রকল্পে বিনামূল্যে সাইকেল দেয় রাজ্য সরকার। মঙ্গলবার পুরুলিয়ার আড়শা ব্লকের কান্টাডি শিক্ষাসত্র হাইস্কুল ও রাঙামাটি স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠের ছাত্র- ছাত্রীদের সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হয়। এদিন সাইকেল বিতরনের অনুষ্ঠানটি হয় আড়শা ব্লক চত্বরে ‌। আড়শা ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দু’টি স্কুল মিলিয়ে ২৪৩টি সাইকেল ছাত্র ছাত্রীদের কাছে প্রদান করা হয়েছে। তার মধ্যে ছাত্র ১২৮জন ও ছাত্রী ১১৫ জন। বাংলা নববর্ষের শুরুতেই নতুন সাইকেল পেয়ে খুশি ছাত্র ছাত্রীরাও।

Post Comment