নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শুক্রবার কার্যত বৃষ্টি শূন্যই রইল পুরুলিয়া জেলা। জেলার ১৩টি আবহাওয়া কেন্দ্রের মধ্যে কেবল হুড়ায় সামান্য বৃষ্টি রেকর্ড হয়েছে— ৪.২ মি.মি। বাকি ১২টি কেন্দ্রে একফোঁটা বৃষ্টিও হয়নি। সব মিলিয়ে জেলার গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে মাত্র ০.৩২ মি.মি.
তবে দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিক সীমার মধ্যে। সর্বোচ্চ ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










Post Comment