নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
পুরুলিয়ার পুঞ্চা ও সাঁওতালডিহি থানা এলাকায় পৃথক দুটি ঘটনায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন দুই মহিলা ও তাদের চার শিশু সন্তান। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের ভিত্তিতে দুটি পৃথক অপহরণ মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুঞ্চা থানার ঘটনায় অভিযুক্ত হিসেবে এক স্থানীয় যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার সকালে চিকিৎসার প্রয়োজনে দুই সন্তানকে সঙ্গে নিয়ে পুঞ্চার বাপের বাড়ি থেকে বাঁকুড়ার উদ্দেশে রওনা দেন ওই মহিলা। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি তারা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরিবারের লোকজন খোঁজ শুরু করে বিভিন্ন জায়গায়। পরে জানা যায়, প্রতিবেশী এক যুবক অসৎ উদ্দেশ্যে ওই মহিলা ও তাঁর দুই নাবালক সন্তানকে অপহরণ করেছে বলে সন্দেহ।
অন্যদিকে, সাঁওতালডিহি থানার ঘটনায় নিখোঁজ এক মহিলা এবং তাঁর দুই নাবালিকা সন্তান। পরিবার সূত্রে জানা গেছে, ওই মহিলা দীর্ঘ প্রায় দেড় বছর ধরে দুই কন্যাকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে তারা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাদের কোনও খোঁজ পাননি।
এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে মামলা রুজু করেছে সাঁওতালডিহি থানার পুলিশ। দুটি ঘটনাই ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজদের খোঁজে পুলিশ তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।
Post Comment