insta logo
Loading ...
×

সদ্য চালু হওয়া কেরোয়া স্বাস্থ্যকেন্দ্রে প্রাতিষ্ঠানিক প্রসবে খুশি জঙ্গলমহল

সদ্য চালু হওয়া কেরোয়া স্বাস্থ্যকেন্দ্রে প্রাতিষ্ঠানিক প্রসবে খুশি জঙ্গলমহল

নিজস্ব প্রতিনিধি,বলরামপুর:

পাঁচ বছর তালাবন্ধ থাকার পর ২ রা জুন থেকে নতুন ভাবে চালু করা হয়েছে পুরুলিয়ার বলরামপুরের কেরোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র । আর চালুর এক সপ্তাহের মধ্যেই সাফল্য পেল এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা । এই প্রথম স্বাস্থ্যকেন্দ্রে, এক কন্যা সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি মা । রবিবার দুপুরে জন্ম হয় এক কন্যা সন্তানের। খুশি পরিবারের লোকজন সহ চিকিৎসকরা । চিকিৎসকরা জানান, মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।
বাঁশগড় গ্রামীন হাসপাতালে আধিকারিক সৌমেন মন্ডল জানান, “৮ই জুন দুপুর নাগাদ ঘাটবেড়া গ্রামের বাসিন্দা পুষ্পা সিং সর্দার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ভর্তির কয়েক ঘন্টার মধ্যেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।” তিনি আরও জানান, ” কেরোয়া স্বাস্থ্যকেন্দ্রের প্রথম সাফল্যে আমরা খুবই খুশি।হাসাপাতালের চিকিৎসক সুদীপ কুমার জানান, “ভর্তির পরেই তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছিল।’নর্ম্যাল ডেলিভারি ‘ কন্যা সন্তানের জন্ম হয়েছে।”
করোনা অতিমারির ধাক্কায় স্তব্ধ হয়েছিল স্বাস্থ্য পরিষেবা। সেই ধাক্কা সামলে নতুন করে চালু করা হয়েছে জঙ্গলমহল বলরামপুরের কেরোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ১০ শয্যার অন্তর্বিভাগ। সোমবার আনুষ্ঠানিক ভাবে ২৪ ঘন্টা স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করেছিলেন জেলা রোগী কল্যাণ সমিতির সদস্য শান্তিরাম মাহাতো, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস ও জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। এই হাসপাতাল নতুন ভাবে চালু হওয়ায়
ঘাটবেড়া-কেরোয়া অঞ্চলের উপকৃত হয়েছে ২৫টি গ্রামের বাসিন্দারা ।

Post Comment