insta logo
Loading ...
×

সতীন এনে পি*টিয়েছেন স্বামী, বান্দোয়ানে অভিযোগ শবর বধূর

সতীন এনে পি*টিয়েছেন স্বামী, বান্দোয়ানে অভিযোগ শবর বধূর

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

বাড়িতে সতীন এনেছেন স্বামী। তিন বছরের কন্যা সন্তানকে নিয়ে এমনই অভিযোগ তুললেন ছোটকরমো গ্রামের বধূ টগরি শবর। অভিযোগ, প্রথম পক্ষের স্ত্রীকে তাড়িয়ে দ্বিতীয় বিয়ে করেছেন শঙ্কর শবর। শনিবার তিনি বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই অভিযোগের ভিত্তিতে শঙ্কর শবরের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

টগরি শবর পুলিশকে জানিয়েছেন, ২০২০ সালের ২৪ জুন তাঁর সঙ্গে সামাজিক রীতি মেনে বিয়ে হয় শঙ্করের। পরে তাঁদের একটি কন্যা সন্তান জন্মায়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে থাকেন তিনি। অভিযোগ, মাঝেমধ্যে স্ত্রীকে বাড়িতে রেখে দীর্ঘ সময় বাইরে কাটাতেন শঙ্কর। বছর খানেক আগে সন্তান সহ তাঁকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেই সময় থেকে তিনি বান্দোয়ান থানার রাধানগর গ্রামে বাপের বাড়িতে থাকছিলেন।

শুক্রবার সকালে ফের শ্বশুরবাড়িতে গেলে স্বামীর হাতে মারধরের শিকার হন বলে দাবি করেছেন ওই বধূ। অভিযোগ, সেখানেই তিনি জানতে পারেন, স্বামী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে বসবাস শুরু করেছেন। তারপরই পুলিশের দ্বারস্থ হন টগরি।

Post Comment