নিজস্ব প্রতিনিধি, বোরো:
সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচারে পুলিশ। বোরো থানার পক্ষে স্থানীয় ডাবরা মোড়ে আয়োজিত হয় র্যালি। চলে প্রচার। পুলিশের তরফে পথ চলতি মানুষজনের উদ্দেশ্যে ট্রাফিক বিধি মেনে যানবাহন চালানোর অনুরোধ রাখা হয়। রবিবার সকালের এই কর্মসূচিতে বোরো থানার পুলিশের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স ও স্থানীয় মানুষজন সামিল হন।
Post Comment