insta logo
Loading ...
×

সংস্কৃত ভাষার প্রসারের লক্ষ্যে

সংস্কৃত ভাষার প্রসারের লক্ষ্যে

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারের লক্ষ্যে তিন দিনের সংস্কৃত ভাষাবোধন বর্গ শিবির অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরে। রবিবার থেকে সংস্কৃত ভারতী ,দক্ষিণবঙ্গ শাখার উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় চিত্তরঞ্জন হাইস্কুলে। শিবির শেষ হয় মঙ্গলবার।জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী শিবিরে অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীদের সংস্কৃত ভাষায় সাবলীল ভাবে কথা বলা থেকে শুরু করে, সংস্কৃত ভাষার প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন আঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হয় শিবিরে। সংস্কৃত ভারতী, দক্ষিণবঙ্গের সম্পাদক তথা বরাবাজার বিক্রম টুডু কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডঃ প্রীতম রুজ জানান, “সংস্কৃত ভাষা ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক। তাই এই ভাষাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। ছাত্রছাত্রীরা যাতে সাবলীল ভাবে সংস্কৃত ভাষায় কথা বলতে পারেন,এই লক্ষ্যে শিবিরের আয়োজন।” এই রকম শিবির সারা বছর জেলার বিভিন্ন প্রান্তে চলবে বলে তিনি জানান। তিন দিনের এই প্রশিক্ষণ শিবিরে অংগ্রহন করতে পেরে আপ্লুত ছাত্র ছাত্রীরাও। শিবিরে অংশগ্রহণকারী অনীল মাহাত, পল্লবী দাস জানান, ” এই রকম প্রশিক্ষণ করতে পেয়ে, আমরা অনেক উপকৃত হয়েছি।”

তিনদিনের প্রশিক্ষণ শিবিরের শেষদিনে ছাত্র ছাত্রীরা নৃত্য,নাটক, সংস্কৃত শ্লোক পাঠ করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অক্ষয় দে ,সংস্কৃত ভারতী দক্ষিণবঙ্গের সভাপতি আনন্দমোহন মন্ডল ,বেলকুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রামানুজ ভট্টাচার্য, জেকে কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রীনিবাস মিশ্র সহ বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষিকা অধ্যাপক, অধ্যাপক অধ্যাপিকাগণ।

Post Comment