insta logo
Loading ...
×

শ্লীলতাহানি করে শ্রীঘরে দুই সহোদর

শ্লীলতাহানি করে শ্রীঘরে দুই সহোদর

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রতিবেশী দুই ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করল পুরুলিয়ার আড়শা থানার পুলিশ। ধৃতরা আড়শা থানার মানকিয়ারি গ্রামের বাসিন্দা ধনপতি গঁরাই ও গণপতি গঁরাই। অভিযোগ, স্বামী বাইরে কাজ করেন। বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। বৃহস্পতিবার তার একাকীত্বের সুযোগ নিয়ে ওই দুই যুবক মহিলার বাড়িতে চড়াও হয়। তাকে মারধর করে। শ্লীলতাহানিও করে বলে অভিযোগ। নির্যাতিতা মহিলা বৃহস্পতিবার আড়শা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।শুক্রবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment