insta logo
Loading ...
×

শ্রাবণের সোমে লহরিয়া শিবপুজোতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম দুই পুণ্যার্থী

শ্রাবণের সোমে লহরিয়া শিবপুজোতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম দুই পুণ্যার্থী

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

শ্রাবণের প্রথম সোমবার বাঘমুণ্ডির লহরিয়া শিবমন্দিরে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন দুই যুবক। ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের হরিপালডি গ্রামের কাছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বরাবাজার থানার টকরিয়া গ্রামের বাসিন্দা সন্দীপ মাহাতো ও অরূপ মাহাতো একটি বাইকে করে লহরিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। অতিরিক্ত গতির কারণে তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পথনির্দেশক একটি লোহার খুঁটিতে সজোরে ধাক্কা মারেন। তীব্র ধাক্কায় দু’জনেই বাইক থেকে ছিটকে পড়ে যান। লোহার খুঁটিটিও ভেঙে পড়ে।

স্থানীয় এক আশা কর্মীর তৎপরতায় আহত দু’জনকে সঙ্গে সঙ্গে বলরামপুরের বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় এদিনই দুপুরে তাঁদের জামশেদপুরে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বাইকটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Post Comment