নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মানবাজারে। ওই ঘটনার তদন্তে নেমে মৃত যুবকের স্ত্রী, শ্বশুর ও শ্যালককে গ্রেফতার করল মানবাজার থানার পুলিশ।
গত ৪ ফেব্রুয়ারি মানবাজার শহরের অদূরে পার্থ বাউরি (২৯) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক রিপোর্টে খুনের কোনও প্রমাণ মেলেনি। তবে মৃতের মা ময়না বাউরি ওইদিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। অভিযোগে তিনি জানান, বিয়ের পর থেকেই তার ছেলে শ্বশুরবাড়িতে বসবাস করতে বাধ্য হচ্ছিলেন। সেখানেই স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালক মিলে তার ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত।
মামলার তদন্তে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বুধবার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন মৃতের স্ত্রী শম্পা বাউরি, শ্বশুর সমীর বাউরি, শ্যালক রাহুল বাউরি। এদিনই তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি মানবাজারের মাঝকুলিতে।
Post Comment