নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে পুরুলিয়ার মফস্বল থানার অন্তর্গত লাগদা গ্রামে। মৃত ব্যক্তির নাম মনু বাউরি (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন ভোরে শৌচকর্মের জন্য বাড়ির পাশে পুকুরে যান তিনি। সেখানেই কোনওভাবে জলে পা পিছলে পড়ে যান বলে অনুমান। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তড়িঘড়ি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দুপুর১টা নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রাথমিক তদন্তে পুলিশ অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন।
Post Comment