নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি :
ছাগল চুরির অভিযোগে গ্রেফতার বজরঙ দলের সক্রিয় সদস্য সহ দু’জন। ধৃত শরৎ তেওয়ারি ও বিবেক চৌধুরি, দু’জনেই সাঁওতালডিহির অসুরবাঁধ গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা পুলিশ হেফাজতে।
পুলিশ জানিয়েছে, শরৎ বজরঙ দলের কর্মী এবং বিজেপির কর্মসূচিতেও সক্রিয়। ফলে ঘটনায় অস্বস্তিতে দুই সংগঠনই।
অসুরবাঁধ গ্রামের নারায়ণ চন্দ্র মাহাতো থানায় অভিযোগ করেন, ২১ আগস্ট রাতে গোয়ালঘর থেকে উধাও হয় তাঁর শখের খাসিটি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্থানীয় উলুবেড়িয়া থেকে শরৎকে এবং তার সঙ্গী বিবেককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে উদ্ধার হয় সেই খাসি।
পুলিশ সূত্রে খবর, চড়া দামে খাসিটি বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের। আর তাই সেটি পুরুলিয়া শহরে একজনের বাড়িতে রেখে দেওয়া হয়েছিল। শরৎ-এর বিরুদ্ধে এর আগেও ধর্ষণ থেকে মারপিট — একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। উদ্ধার হওয়া খাসিটি আপাতত তাত মালিকের দায়িত্বে রাখা হয়েছে।
Post Comment