insta logo
Loading ...
×

শিশু কন্যার উপর যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত

শিশু কন্যার উপর যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি , রঘুনাথপুর :

বয়স মাত্র চার বছর। সেই নিতান্ত শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে যুবক গ্রেফতার। তাকে গ্রেফতার করেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহিলা থানার পুলিশ। ধৃতের নাম মুকেশ মুদি। যুবকের বাড়ি সাঁওতালডি থানার আল্লাডি গ্রামে। রবিবার রঘুনাথপুর মহকুমার বিশেষ আদালতে তোলা হলে তাকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। হয়েছে নির্যাতিতা ওই শিশু কন্যার ডাক্তারি পরীক্ষাও।
ঘটনা শনিবার বিকেলে। রঘুনাথপুর মহকুমা এলাকার একটি গ্রামে তিন শিশু নিজেদের মধ্যে খেলছিল। সে সময় লেবু খাওয়ানোর লোভ দেখিয়ে ওই তিনজনকেই অভিযুক্ত একটি ঘরে নিয়ে যায়। দুজন সেখান থেকে দৌড়ে পালায়। একজনকে আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পালিয়ে যাওয়া দুজন শিশুকন্যা বাইরে থেকে চেঁচামেচি করলে যুবকটি সেখান থেকে পালিয়ে যায়। নির্যাতিতার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্তকে পকসো ধারায় গ্রেফতার করা হয়।

Post Comment