insta logo
Loading ...
×

শিয়ালের হামলায় জখম মহিলার মৃত্যু ঝালদায়

শিয়ালের হামলায় জখম মহিলার মৃত্যু ঝালদায়

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

শিয়ালের হামলায় জখম হওয়া এক মহিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ঝালদার ইচাগ গ্রামে। মৃতার নাম প্রমীলা রজক (৪৪)। বুধবার পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সকালে একটি গোল্ডেন জ্যাকেল ইচাগ গ্রামে ঢুকে পড়ে হঠাৎ পরপর পাঁচজনকে আঁচড়ায় ও কামড়ায়। জখমদের মধ্যে প্রমীলা রজক ছাড়াও একজন বালিকা ছিল। পরে গ্রামবাসীরা তাড়া করলে শিয়ালটি কুকি গ্রামে ঢুকে আরও একজনকে আঁচড়ায়। দুটি গ্রামে মোট ছয়জন শিয়ালের আক্রমণে জখম হন।

জখমদের প্রথমে বন দফতরের সহযোগিতায় ঝালদা ১ নং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হলেও নিয়মিত র‍্যাবিস ভ্যাকসিন চলছিল। এসময় সোমবার প্রমীলা রজকের শারীরিক সমস্যা দেখা দিলে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় মঙ্গলবার রাঁচি রিমস-এ নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরুলিয়া সদর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।

পুরুলিয়া বন বিভাগের ডিএফও মুদিত কুমার বলেন,
“শিয়ালের হামলায় কয়েকজন আহত হয়েছিলেন। বন দফতরের তরফে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। একজন মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শিয়ালের কামড়ের ফলে মৃত্যু হয়ে থাকলে বিধি মোতাবেক সরকারি ক্ষতিপূরণ দেওয়া হবে।”

Post Comment