নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ঘুম ভেঙেছে ইডি-র। সপ্তাহের শুরুতেই হইচই। সোমবার ভোরে পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের হুচুকপাড়ায় ইডির হানা। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সকাল সকাল হাজির হয় ইডির একটি দল। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় শুভম মঙ্গলের বাড়িতেই ঢোকে তদন্তকারীরা। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ঘণ্টার পর ঘণ্টা নথি খতিয়ে দেখা হচ্ছে।
অসমর্থিত সূত্রে খবর, ওই বাড়িটির সঙ্গে প্রসন্ন রায় নামে এক ব্যক্তির যোগাযোগ রয়েছে। তবে তিনি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মিডলম্যান প্রসন্ন রায় কি না , তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় মহলে গুঞ্জন, শুভম মঙ্গলের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই নাকি ইডির দল পৌঁছেছে পুরুলিয়ায়।
একই দিনে বীরভূম ও মুর্শিদাবাদেও একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। মুর্শিদাবাদের আন্দিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি ও রঘুনাথগঞ্জে তাঁর শ্বশুরবাড়ি ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে ব্যাঙ্ককর্মী রাজেশ ঘোষ ও জীবনকৃষ্ণের স্ত্রী টগর সাহার বাড়িতেও হানা দিয়েছে ইডি। সাঁইথিয়ায় জীবনকৃষ্ণের পিসি, তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও চলছে তল্লাশি।
ইডি সূত্রে খবর, কলকাতাতেও একাধিক জায়গায় অভিযান চলছে। জীবনকৃষ্ণকে নিয়োগ মামলায় ২০২৩ সালের এপ্রিলে গ্রেফতার করেছিল সিবিআই। অভিযোগ উঠেছিল, তল্লাশির সময় তিনি প্রমাণ নষ্ট করতে নিজের মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলেছিলেন। দীর্ঘদিন পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। এবার তাঁর আত্মীয়-পরিজনদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল ইডি।
তদন্তকারী সংস্থার একাংশের ধারণা ছিল, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় পুরুলিয়াও গভীরভাবে জড়িয়ে আছে। সোমবারের অভিযানে যেন সেই আশঙ্কাই আরও স্পষ্ট হয়ে উঠল।










Post Comment