নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর : জাতীয় শিক্ষা নীতি ২০২০ ধ্বংস করবে শিক্ষা ব্যবস্থাকে। ওই নীতির সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে রাজ্যের শিক্ষা নীতিও। এমন দাবিকে সামনে রেখে
রঘুনাথপুর পুর শহরের বরাট হলে শতাধিক শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ৫১তম পুরুলিয়া জেলা সম্মেলন। কুসংস্কারমুক্ত বিজ্ঞানভিত্তিক সিলেবাস প্রবর্তন, প্রথম শ্রেণী থেকে পাশফেল চালু, কেন্দ্রীয় হারে মহার্ঘ্যভাতা প্রদান, শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ সহ একগুচ্ছ শিক্ষক ও শিক্ষার দাবী সম্বলিত প্রস্তাব সম্মেলনে উত্থিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আনন্দ বরণ হান্ডা।
সম্মেলন থেকে রাজকিশোর মাহাতোকে সম্পাদক ও পশুপতি রায়কে সভাপতি পদে পুনর্নির্বাচিত করে একুশ জনের জেলা কমিটি গঠিত হয়েছে।
শিক্ষা নীতি বাতিল! এ কী দাবি উঠল ?
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment