নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জঙ্গলমহলের উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে পুরুলিয়ার পুঞ্চা ব্লকের লাখরা গ্রাম পঞ্চায়েত। উন্নয়নের এই সাফল্যের মডেল সরেজমিনে দেখতেই বৃহস্পতিবার বাঁকুড়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ৩০ জন প্রধান সহ মোট ৪০ জনের একটি প্রতিনিধি দল লাখরায় পৌঁছেছে।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিক্ষামূলক ভ্রমণ-র লক্ষ্য হলো লাখরা গ্রাম পঞ্চায়েতের সফল প্রকল্পগুলি পর্যবেক্ষণ করে সেগুলি নিজেদের এলাকায় প্রয়োগ করা। প্রতিনিধিদলটি শুধু লাখরা নয়, জেলার আরও তিনটি পঞ্চায়েতের উন্নয়নমূলক কর্মকাণ্ডও ঘুরে দেখবেন। লাখরা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গৌতম দাস জানান,
“আমাদের পঞ্চায়েতে অন্য জেলার প্রধানরা আসছেন
এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা আমাদের উল্লেখযোগ্য কাজগুলি ছবি ও ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যাতে তারা তা বাস্তবে প্রয়োগ করতে পারেন।”
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, এই সফরে ডিজিটাল পরিষেবা সুশাসন প্রকল্প, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বদড়া মাটির সৃষ্টি প্রকল্প এবং ঢেঁকিছাটা প্রকল্পের কাজ সরেজমিনে প্রদর্শন করা হবে।
রাজ্য প্রশাসনের আশা, এই অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জঙ্গলমহলের উন্নয়নের মডেল আরও বিস্তৃত হবে। এবং অন্য জেলা গুলিতেও সফলভাবে রূপায়িত হবে।
Post Comment