insta logo
Loading ...
×

শিকার রুখতে সচেতনতায় লোক শিল্পীরা

শিকার রুখতে সচেতনতায় লোক শিল্পীরা

নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি ও কোটশিলা:

আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমা। ওই দিন অযোধ্যা পাহাড়ে সেন্দ্রা। আসবেন বাংলা,ঝাড়খণ্ড ছাড়াও আরো বেশ কয়েকটি রাজ্যের হাজারো আদিবাসী পুরুষ।

অতীতে এই দিনকে কাজে লাগিয়ে জঙ্গলে ফাঁদ,বল্লম নিয়ে শিকারির দল প্রবেশ করত। শিকারীদের পাতা ফাঁদে পড়ে প্রাণ হারাত কাঁকর হরিণ, বুনো শুকর,খরগোশ সহ একাধিক বন্যপ্রাণী। বাদ যেত না ময়ূর, কচ্ছপ এমনকি সাপও। একটা সময় শিকারীরা এই দিনে অযোধ্যায় ভালুক পর্যন্ত শিকার করেছেন।

বন ও বন্যপ্রাণ রক্ষার সচেতনতায় গ্রামে গ্রামে প্রচার করলেন পুরুলিয়ার লোকশিল্পীরা। শুক্রবার পুরুলিয়া বন বিভাগের কোটশিলা এবং মাঠা রেঞ্জের একাধিক গ্রামে এই প্রচার হয়।সম্প্রতি বন্যপ্রাণ শিকার রুখতে কলকাতা হায়কোর্টের দ্বারস্থ হয় বন্যপ্রাণ নিয়ে কাজ করা রাজ্যের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আদালতের নির্দেশে জেলাতে একটি কমিটি গঠন করে শিকার রুখতে ঢালাও প্রচার ও নজরদারি শুরু হয়। যার ফলে গত তিনবছর ধরে অযোধ্যা পাহাড়ে সেন্দ্রার দিন কোনো বন্যপ্রাণ শিকার হয়নি। আদিবাসী মানুষজনেরা জানান সেন্দ্রা কথার অর্থ হল অনুসন্ধান। ওই দিন তারা জঙ্গলে বিভিন্ন গাছ গাছালির খোঁজ চালান। চলতি বছর এই দিনকে মাথায় রেখে বন দফতরে তরফে প্রায় এক মাস ধরে প্রচার চলে। সম্প্রতি জেলা প্রশাসনের তথ্য ও সংস্কৃতি দফতর থেকেও বিভিন্ন লোক সংস্কৃতির দলকে নিয়ে গ্রামে গ্রামে শুরু করা হয়েছে প্রচার।

Post Comment