নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বামনি থেকে তেলিয়াভাসা, সেখান থেকে এবার আড়শার ঘাটিয়ালি ও চুনকডি—টানা ঘুরে বেড়াচ্ছে ১৪টি বুনো হাতির একটি দল। রবিবার ভোরের পর তেলিয়াভাসা ছাড়ে তারা। ইতিমধ্যেই এই দলটি অযোধ্যা পাহাড়তলিতে ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি করেছে বলে খবর।
নতুন করে উদ্বেগে এলাকার চাষিরা। কারণ, এখনই তাঁরা আমন ধানের বীজতলার চারা রোপণ করছেন। এই অবস্থায় যদি হাতির দলটি মাঠে ঢুকে পড়ে, তাহলে সব চারা গাছ নষ্ট হওয়ার আশঙ্কা। ক্ষতির মুখে পড়বেন বহু কৃষক।
পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ বলেন, “হ্যাঁ, ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। যাঁরা ক্ষতির শিকার হয়েছেন, তাঁদের অনুরোধ, দ্রুত ক্ষতিপূরণের জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে জমা করুন। সরকারি নিয়ম অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে।”
তবে এই হাতির দলকে তাড়ানোর ক্ষেত্রে বন দফতর বাড়তি সতর্কতা অবলম্বন করছে। কারণ ব্যাখ্যা করে ডিএফও বলেন, “দলটিতে হাতি শাবক রয়েছে। শাবক থাকলে দল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে, কারণ বয়স্ক হাতিরা শাবককে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। তখন মানুষের প্রাণহানির আশঙ্কা বেড়ে যায়। সেই কারণেই কোনওরকম জোর খাটানো যাচ্ছে না।”
বন দফতরের তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। এলাকাবাসীর উদ্দেশে ডিএফও’র পরামর্শ, “যতদূর সম্ভব হাতির দল এড়িয়ে চলুন। কোনওরকম উত্তেজক আচরণ করবেন না। আমাদের কর্মীরা এলাকায় নজর রাখছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।”
Post Comment