নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
শহীদদের স্মৃতি কেবল আবেগের নয়, সমাজচেতনারও গভীর এক অংশ। সেই চেতনার প্রকাশ ঘটল ঝালদা ৬ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে। পেহেলগাঁও জঙ্গি হামলায় শহীদ মনীশ রঞ্জন মিশ্রার স্মরণে আজ রবিবার থেকে শুরু হল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব।
ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং নিউ বীণাপানি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন শহীদের পিতা মঙ্গল মিশ্র ও ভাই বিনীত মিশ্র। এই উৎসব শুধু প্রতিযোগিতা নয়, শহীদের আত্মত্যাগকে স্মরণে রাখার দৃঢ় প্রতিজ্ঞাও।

প্রাকৃতিক দুর্যোগে কিছু কর্মসূচি স্থগিত হলেও, আজ থেকে শুরু হল বেবি শো, বসে আঁকো এবং দাবা প্রতিযোগিতা। ঝালদা ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।
আগামী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের সকালে আয়োজিত হবে ম্যারাথন দৌড়। পুরুষদের দৌড় শুরু হবে তুলিন থেকে ঝালদা পর্যন্ত এবং মহিলাদের জন্য শুরু হবে সত্যভামা বিদ্যালয় থেকে মেরি আপকার ময়দান পর্যন্ত। ওই দিন সন্ধ্যায় ঝালদা বীণাপানি নাট্যমন্দিরে অনুষ্ঠানের সমাপ্তি হবে এক সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে।

মঙ্গল মিশ্র, শহীদের পিতা বলেন, “ছেলের আত্মত্যাগ যেন সমাজ বিস্মৃত না হয়, এই আয়োজন আমাদের হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি।”
ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক মুকেশ ভগত জানান, “এই উৎসব শহীদ মনীশের স্মৃতিকে আরও বহু মানুষের কাছে পৌঁছে দেবে। আগামী প্রজন্ম এর থেকেই অনুপ্রাণিত হবে।”











Post Comment