insta logo
Loading ...
×

শহর থেকে নিখোঁজ কিশোরী, তদন্তে নেমেছে পুলিশ

শহর থেকে নিখোঁজ কিশোরী, তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

সূত্র এখন মোবাইল ফোনের সিগন্যাল ও সিসিটিভি ফুটেজ। ওই দুটিকেই হাতিয়ার করে নিখোঁজ কিশোরীর সন্ধানে নেমেছে পুলিশ। স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি বছর ১৩-র এক কিশোরী। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের রূপচাঁদ পন্ডিত লেনে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো স্কুলের জন্য রওনা দিয়েছিল মেয়েটি। কিন্তু সন্ধ্যা গড়ালেও তার কোনও খোঁজ না মেলায় উদ্বেগ বাড়ে। আত্মীয়স্বজন ও চেনা-পরিচিতদের বাড়ি খোঁজখবর করেও মেয়েটির সন্ধান মেলেনি।

শেষমেশ শনিবার পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি অপহরণের মামলা রুজু করেছে। তদন্তে নেমে পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

পরিবারের আশঙ্কা, মেয়েটিকে কেউ ফুসলিয়ে অসৎ উদ্দেশ্যে নিয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সমস্ত সম্ভাবনা মাথায় রেখে তদন্ত চলছে। এক আধিকারিক জানান, “মেয়েটির মোবাইল শেষ কোথায় সুইচ অফ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, শহরের নির্দিষ্ট জায়গার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণও চলছে।”

Post Comment