নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
এক শবর বধূর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃতার নাম অঞ্জলী শবর (৩৮)। তার বাড়ি মানবাজার থানার মাকড়কেন্দি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে শ্বশুরবাড়ি থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে মানবাজার থানার পুলিশ। সঙ্গে সঙ্গে তাকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Post Comment