ঝালদার পর জয়পুর,
ফের বন্যপ্রাণের হামলায় জখম যুবক
নিজস্ব প্রতিনিধি,জয়পুর: ঝালদার পর এবার জয়পুরে বন্যপ্রাণের হামলায় রক্তাক্ত জখম হলেন এক যুবক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া বনবিভাগের জয়পুর বনাঞ্চলের আমাকোচা গ্রামে।
স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই গ্রামের এক মহিলা পুকুরে থাকা বাসন মাজার সময় আচমকাই ঝোপ থেকে বেরিয়ে তাকে একটি বন্যপ্রাণ তাড়া করে। ওই সময় মহিলা চিৎকার চেঁচামেচি করলে পাশের বাড়ি থেকে বেরিয়ে আসে বিষ্ণু মাহাতো নামে বছর ৩৬-র এক যুবক। তিনি ওই বন্যপ্রাণটিকে তাড়িয়ে দেওয়ার জন্য মাঠ থেকে একটি পাথর তোলার সময় আচমকা তার ওপর হামলা চালায়। ওই যুবকের বাম চোখে ধারালো নখের আঁচড় বসিয়ে ফের জঙ্গলের দিকে পালিয়ে যায়। যার ফলে রক্তাক্ত জখম হন ওই যুবক। এই ঘটনার খবর চাউর হতেই গ্রাম জুড়ে নেকড়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই বন কর্মীরা জখম ওই যুবককে বাড়ি থেকে উদ্ধার করে প্রথমে জয়পুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিত্সার পর তাকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন,” ঘটনার পর আমাদের কর্মীরা গ্রামে গিয়ে টহল শুরু করেছে। পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপশি জখম ওই যুবকের চিকিৎসা যাতে ভালোভাবে হয় সেই বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”
এদিন এই ঘটনার পর গ্রাম জুড়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। যার ফলে জয়পুর বনাঞ্চলের বন কর্মীরা লাঠি ও জাল নিয়ে ঘটনাস্থলে টহল দেয়। তবে স্থানীয় ও জখম যুবকের বর্ণনা থেকে বন দফতরের অনুমান, হামলাকারী বন্যপ্রাণটি সম্ভবত গোল্ডেন জ্যাকেল। তবে নিশ্চিত করার জন্য ঘটনাস্থলের আসে পাশে পায়ের ছাপের খোঁজ চলছে। বসানো হতে পারে ট্র্যাপ ক্যামেরাও। চলতি মাসেই পুরুলিয়া বন বিভাগের অযোধ্যা পাহাড়তলির খামার বনাঞ্চলে ছাগল চরাতে গিয়ে বন্যপ্রাণের হামলায় এক ব্যক্তি জখম হন। ওই ঘটনাতে নেকড়ে বলে অনুমান করেন গ্রামবাসীরা। তবে ওই সময় পায়ের ছাপ পাওয়া যায়নি। যার ফলে ঘটনাস্থলে বন দফতরের তরফে বসানো হয়ে ট্র্যাপ ক্যামেরা । কিন্তু তাতেও কোনো ছবি ধরা পড়েনি। বন দফতরের এক আধিকারিকের কথায়, বর্ষার মরশুমে বন্যপ্রাণের মিলন কাল। এই সময় ঝোপ,জঙ্গলে নিজেদের ডেরায় শাবক থাকায় তাদের সুরক্ষার জন্য আক্রমণাত্মক হয়ে ওঠে মা – বাবা। তবে এর পাশপাশি শেয়ালের ক্ষেত্রে সারমেয় হামলা করে থাকলে তারা একটি রোগে আক্রান্ত হয়। যার ফলে তারা মানুষ সহ গবাদির ওপর হামলা চালায়। বুধবার জয়পুরের এই ঘটনার পর গ্রামবাসীরা বন দফতরের কর্মীদের জানান এই ঘটনা প্রথম নয়। কয়েকদিন ধরেই ওই বন্যপ্রাণটি গবাদির ওপর হামলা চালিয়ে আসছে। গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে বন দফতর।











Post Comment