নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
সোমবার সকাল থেকে শোরগোল পড়ে যায় পুরুলিয়া১ নম্বর ব্লকের রুদড়া গ্রামে। লোকালয়ে আচমকাই দেখা মেলে একটি বিশালাকার পূর্ণবয়স্ক চিতল হরিণের। গ্রামবাসীরা জানায়, হরিণটি প্রথমে গ্রামের একটি বাড়ির উঠোনে প্রবেশ করে। সেখান থেকে লাফিয়ে পালিয়ে যায় পাশের একটি বাগানে।
তবে কৌতূহলী জনতার ভিড়ে আতঙ্কিত হয়ে হরিণটি হুড়মুড় করে ছুটতে থাকে। প্রথমে পেরিয়ে যায় জামশেদপুর-ধানবাদ সংযোগকারী ১৮ নম্বর জাতীয় সড়ক, এরপর দক্ষিণ-পূর্ব রেলের পুরুলিয়া-মুরি লাইনের উপর দিয়ে দৌড়ে পৌঁছায় মুক্তাপুর এলাকার দিকে। স্থানীয় বাসিন্দাদের মতে, মুক্তাপুর পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষা গ্রাম। তার পাশেই রয়েছে বোকারো জেলার বিভিন্ন ছোট ঝোপ-জঙ্গলে ঘেরা গ্রামাঞ্চল।
ঘটনার খবর পেয়ে কংসাবতী উত্তর বনবিভাগের পুরুলিয়া-পাড়া রেঞ্জের বনকর্মীরা খাঁচা ও জাল নিয়ে রুদড়া গ্রামে পৌঁছান। কিন্তু হরিণটিকে আটক করা সম্ভব হয়নি।
বনদপ্তরের অনুমান, দক্ষিণ বাঁকুড়ার পুকুরিয়া ডিয়ার পার্ক থেকে চিতল হরিণের একটি দল সম্প্রতি বেরিয়ে পড়ে। সেই দলটিরই একটি সদস্য হয়তো হুড়া রাকাব জঙ্গল হয়ে পাড়া ব্লকের ফুসড়াবাইদ ঘুরে রুদড়া গ্রামে এসে পৌঁছায়। কয়েকদিন আগেও ওই হরিণটিকে ফুসড়াবাইদে দেখা গিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।
বনদপ্তর জানিয়েছে, হরিণটি যাতে আরও বিপদের মুখে না পড়ে, সেজন্য সংশ্লিষ্ট এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। তাদের লক্ষ্য, হরিণটির চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করা।
Post Comment