নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
দেওয়া হয়েছিল বিয়ের প্রতিশ্রুতি। তারপর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে এক কিশোরীকে লাগাতার সহবাসে বাধ্য করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করল পুরুলিয়া সদর মহিলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরের ১৭ বছরের এক কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থায় একটি হাসপাতালে ভর্তি। সোমবার পুরুলিয়ার একটি সরকারি হাসপাতালে ভর্তির পর, চিকিৎসকদের নজরে আসে তার গর্ভধারণের বিষয়টি। হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ থানায় জানান। পরে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
পরিবারের অভিযোগ, প্রায় এক বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক রেখে চলছিল। গর্ভধারণের পর কিশোরী বিয়ের জন্য চাপ দিলে, যুবক আর রাজি হননি। সেই কারণেই বাধ্য হয়ে কিশোরী হাসপাতালে গর্ভপাতের জন্য ভর্তি হন বলে জানা গিয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে।
Post Comment