insta logo
Loading ...
×

লাক্ষা ক্লাস্টারে চুরি, চাঞ্চল্য বলরামপুরে

লাক্ষা ক্লাস্টারে চুরি, চাঞ্চল্য বলরামপুরে

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

শেল্যাক ক্লাস্টারে চুরি! ১৮ নম্বর জাতির সড়কে বলরামপুর বাইপাসে ওই কারখানা কয়েক বছর ধরে বন্ধ পড়ে আছে। সেখানে দুষ্কৃতীরা পাম্প, এসি সহ বিভিন্ন বৈদ্যুতিন তার ও যন্ত্রাংশ চুরি করে পালিয়েছে। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বলরামপুর এলাকায়। শুক্রবার রাত্রে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ক্লাস্টার সেক্রেটারি রঞ্জিত মাঝি। শনিবার সকাল ১০ টা নাগাদ তিনি ক্লাস্টারে এসে দরজা খুলে দেখেন যে ক্লাস্টারের ভিতরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে দেখা যায়, ইলেক্ট্রিক ওয়্যারিং তছনছ। তাতে আর তার নেই, শুধুমাত্র কভার পড়ে রয়েছে৷ ভাঙা অবস্থায় পড়ে আছে ১৫ অশ্বশক্তি ক্ষমতাসম্পন্ন ৭-৮টি মোটর । এছাড়াও তিনটি এসি-র ভিতরের কুলিং কয়েল উধাও। এসিগুলিও ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ল্যাবের বহু যন্ত্রপাতিও এলোমেলো হয়ে পড়ে রয়েছে।

বলরামপুর থানায় অভিযোগ দায়ের করেন বলরামপুর শেল্যাক ক্লাস্টার শিল্প সমবায় সমিতির সম্পাদক রঞ্জিত মাঝি। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি চুরির মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Comment