insta logo
Loading ...
×

লরির চালককে মারধর,কাঠগড়ায় বেলকুঁড়ি টোল প্লাজার ম্যানেজার, পুরুলিয়া মফস্বলে মামলা

লরির চালককে মারধর,কাঠগড়ায় বেলকুঁড়ি টোল প্লাজার ম্যানেজার, পুরুলিয়া মফস্বলে মামলা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ধানবাদ-জামশেদপুর ১৮ নং জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ না হওয়ার আগেই টোল প্লাজা চালুর অভিযোগ উঠেছিল। এবার অতিরিক্ত পণ্য পরিবহনকে কেন্দ্র করে লরির চালককে মারধর করার অভিযোগ উঠল জাতীয় সড়কের টোল প্লাজার ম্যানেজারের বিরুদ্ধে। এই মর্মে শনিবার পুরুলিয়া মফস্বল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঝাড়খণ্ডের পূর্ব সিংভুম জেলার টেলকো থানার আজাদ বস্তির বাসিন্দা তথা লরির চালক প্রমোদ যাদব।

চালক জানান, শুক্রবার রাতে ১৮ চাকার লরিটি ধানবাদ- পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়ক ধরে চাষ মোড়ের দিক থেকে পুরুলিয়ার দিকে আসছিলেন। মাঝপথে বেঁলকুড়ি টোল প্লাজায় অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে জরিমানা সংক্রান্ত বিষয়ে টোল প্লাজার ম্যানেজার সুরেশ শর্মা তার সাথে তর্ক জুড়ে দিয়ে তাকে প্রাণে মারার উদ্যেশ্যে ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। যার ফলে চালকের মুখে এবং ঘাড়ে আঘাত পেয়ে আহত হন। ঘটনার পর তিনি সেখান থেকে পালিয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করান । তারপরেই তিনি পুরুলিয়া মফস্বল থানায় অভিযোগ দায়ের করেন।

Post Comment